আর কতো দিন চলবে ওরে
এমনি করে বাঁচা?
নিত্য জ্বলে নিত্য জাগি
ভাঙি শঙ্খ খাঁচা!


বলতে গেলে মুখটা চাপে
শৃঙ্খলে লয় গলা,
হাত-পা বেঁধে দেয় সে রুখে
সম্মুখে দ্বার চলা।


শিয়াল কুকুর খাবলে ধরে
অন্নে বসায় থাবা,
ঘাড় ধরে আড় নেংটি ইঁদুর
ডাকতে বলে বাবা!


এমন বনে রাজ জ্যোতিষী
মন্ত্র আওরে সুখের,
যখন যা পাও দিন এনে খাও
সুখ ভালো নয় শখের।


২৪/০২/২০২৪ইং
ঢাকা।