রাতের শেষে দূর আকাশে
ভাবছি উঠবে সূর্য,
চাইলাম যখন রবির ছোঁয়া
দেখবো ভাগ্য তুর্য!


দুঃখ তখন পথটা আগলে
নিঃশ্বাস ছাড়ে কাঁধে,
কান্নায় তুলে পাঁজর কোলে
কষ্টে রাখবে ঘিরে।


অধরাই সে আলোর জ্যোতি
মনের চাওয়া সুখ,
আশার প্রদীপ গোঙরে কাঁদে
ভাসায় জীবন দুখ।


যতোই ভাবি আশার কলি
ফুটবে রাঙা ঠোঁটে,
দুঃখের হাওয়া বাড়ায় বোঝা
পদ্য পালায় ছুটে।


জানি না দূর কোন সে সূদুর
ভিড়বে সুখের গাড়ি,
মিলবে কি তাঁর চোখের দেখা
আমার ভাঙা বাড়ি?


০৪/০১/২০২৩
ভেলোর, ভারত।