সবাই তো চায় চাঁদের আলো
জোছনা থাকুক ছুঁয়ে,
মাঘের রাতে শীতটা ঝাঁকুক
লেপ্টে থাকুক গায়ে।


আগুন ঝরা জৈষ্ঠ্য ছেড়ে
সবাই খুঁজে ফাগুন,
কৃষ্ণচূড়ার লাল দিয়ে গায়
চায় রাঙাতে দ্বিগুণ।


পানকৌড়ি ঐ জোড়া হাঁসে
যখন ছুটে জলে,
দেখুক প্রিয়ো সঙ্গে কারোর
মাথা রাখে কোলে।


সবাই যখন খুঁজতে ব্যাস্ত
সুখের শুক্লপক্ষ,
আমি তখন কাটতে সাঁতার
খুঁজি সাগর বক্ষ।


২০/০৬/২০২৩
চট্টগ্রাম।