ভূষণ ছাড়া পদ্ম ফুলের
জানি অনেক রং বাহারি,
স্বার্থ ছাড়া ছড়ায় শোভা
ভুলায় পথিক হৃদয় হরি।


তাই বলে তোর গোলাপ ঠোঁটে
যদি ভাবিস, ঝরে মুক্তো
তবে জানিস, জানি আমি
তোর হাসির ঐ গোপন সূত্র।


নিজেকে তুই যতোই ভাবিস
খুব খেয়ালি আহা-মরি!
সত্য হলো হাসি ছাড়া
তুই তো অতো নস সুন্দরী।


২৭/০৪/২০২৩
রংপুর।