বেরোবার আগে দিয়েছিলে লিখে বাজারের লিষ্ট
নেচে গেয়ে পেরিয়ে মাঠ আরো চল্লিশ ধাপ,
যতোই দেখি বাগান পৃথিবী ভরপুর ফলে,
পিছনে ফিরে শুনি মসৃণ পথে একাই নাকি হেঁটেছি এতোদূর
শূন্যই রয়ে গেছে আমার বাজারের থলে।


এখনো তো আমি নেংটী গায় খালি পায়
মাঝপথে খেলি পাঞ্জা হোলি বয়সের কান মলে,
করিনি খেয়াল বিকেলটা যায় অকারণ অবহেলায়
গুটালেই দোকান অলখেই তো নামবে আঁধার
শূন্যই থাকবে পরে আমার বাজারের থলে।


লিষ্টিটা ধরে আমারো ছিল শখ
কিনবো সস্তায় উঁচু দরে প্রাণ বিকোবার আগে
উদাসী মন মিথ্যায় ডুবে গিয়েছে কতো কি ভুলে,
এটা নয় ওটা নয়, কতো কেটে-কুটে
লিষ্টিটা করতে গিয়ে ছোট; শেষে শূন্যই তো দেখি কপালে!
এখনো যে ভরেনি আমার বাজারের থলে।


১৩/০৮/২০২২
চট্টগ্রাম।