এই যে তুমি খাচ্ছো কিনে
যা ইচ্ছে তাই ক্ষুধা বিনে,
আধেক আবার দিচ্ছো ফেলে
গরম দেখায় পথের বিন এ।


একটা কিংবা দু'টো জামায়
যার চলে যায় বছর জুড়ে,
সেই সে তুমি হাজার খানা
রাখছো কিনে ড্রয়ার ভরে।


এক টাকার বিল দিচ্ছো দুয়ে
করছো আয়েশ বিমান ঘুরে,
যখন তখন কাঁচা পয়সা
করছোও খরচা রঙ্গ ভরে।


ভাবছো আল্লাহ দিচ্ছে যখন
তুমিই মালিক তোমার টাকার,
যা ইচ্ছে তাই করতে এখন
পেয়েও গেছো সেই অধিকার।


একটু ভেবো, অঢেল পয়সা
আল্লাহ কাউকে এমনি দেয়নি,
হিসেব নিবেন খরচা কোথায়
কার কার হকটা কাকে দাওনি!


০৭/০৩/২০২৩
চট্টগ্রাম।
(আপনার উপার্জিত টাকায় আপনার স্ত্রী সন্তানের যেমন অধিকার আছে। তেমনি আপনার পিতামাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া-পড়শী ও গরীব দুখীরও হক আছে৷ শুধু নিজের জন্য খরচ না করে তাদের জন্যও যথাসাধ্য খরচ করুন। নয়তো, আল্লাহর কাছে হিসাবের প্রস্তুতি নিন।)