একুশ তারিখ বিকেল বেলা
বসলো তাঁরার হাট
ফুল পাখি আর প্রজাপতির
রইলো পাতা খাট।


সাধ ছিলো তায় খেলবো সেথায়
সুরের দেবো টান,
বুঝলাম ভিজে চাঁদের দেশে
বয় না নদীর বান!


আমি তো সেই অবুঝ অধম
যার ফুটেনি জ্ঞান,
দুঃখ নেই তাই, অকবি এই
নাই-বা পেলো স্থান।


দূর থেকে তাই গন্ধ শুঁকি
ভরাই আত্মা প্রাণ,
ভ্রমর সেথা থাক বা না থাক
গোলাপ ছড়াক ঘ্রাণ।


০৬/০২/২০২৩
ভেলোর, ভারত।