আমি যখন সাগর তটে
ধূলি সম বালি,
এক থালাতেই হতো খাওয়া
লোকমা দিতে তুলি।
কষ্ট তখন মেলতো ডানা
উদার হতো ঢালি,
বর্ষা তখন মিশতো গালে
মুছতে চোখের কালি।


আজ যে আমার অঢেল এই ধন
শস্য ভরা গোলা,
একই পথে থেকেও দুজন
পথটা হয়না চলা,
রাত দুপুরে ফিরেও দেখি
টেবিল ভরা থালা,
সেই থালাটা পাইনা খুঁজে,
মুখেও হয়না বলা।


০৩/০৯/২০২২
ময়মনসিংহ।