যদি শিয়রে উড়ে কষ্টের ধূলি
যদি অন্ধকারে পাড়ি দিতে হয় কন্টক পথ
আর যদি আমি সে পথে একাই চলি,
যদি কান্নারা এসে লুটায় পায়
যদি রৌদ্রজ্বল দিন সূর্য টা পশ্চিমে যায় ঢলি
প্রজ্ঞাময় আল্লাহ, তবুও ক্ষমা করো তুমি
আমার মুখে যেন থাকে সদা তোমারই নামের বুলি।


যদি প্রভাতেই মৃত্যু এসে হেসে করে সমন জারি
যদি দাঁড়িয়ে দূরে সুখেরা দেয় হাতছানি
যদি আনন্দ অনুভব ছেড়ে যায় শব
যদি ক্লান্তি এসে করে ভর আমার রুগ্ন শরীর
যদি চোখের জ্যোতি যায় হেরে, না দেখে পাহাড় নদী
যদি সুগন্ধী ঘ্রাণ আর না পায় প্রাণ
যদি অঙ্গুলি ফিরিয়ে নেয় সক্ষমতা
যদি মৌনতায় ঢাকতে হয় অপারগ অক্ষমতা
যদি বিদ্রুপে বেঁকে বসে আমারই পায়ের নলি,
প্রজ্ঞাময় আল্লাহ, তবুও ক্ষমা করো তুমি
আমার মুখে যেন থাকে সদা তোমারই নামের বুলি।


০৮/০৫/২০২২
চট্টগ্রাম।