.                আমি হেলায় হারিয়ে তারে
       খুঁজেছি শতবর্ষী বয়োবৃদ্ধ বৃক্ষের ছায়ায়,
         আলতো আলতো করে ছুঁয়ে দেখেছি
তুমি কি বুলিয়েছিলে পরশ তার পাতায় পাতায়?


.              আমি ছ'তলার ছাদে দাঁড়িয়ে
মধ্য দুপুরে খুঁজেছি তোমার ছায়া দূর ঐ দিগন্তে,
     বাতাসে খুঁজেছি তোমার গায়ের কাঁচা গন্ধ
থেকেছি বসে তুমি আসবে এই পথে কোন বসন্তে।


.       আমি তৃষ্ণার্থের মতো খুঁজেছি তোমায়
   বাংলা কবিতার প্রতিটি পংক্তি মাত্রা অক্ষরে,
          যদি তুমি যাও দিয়ে উঁকি অজান্তে
যদি তুমি অমৃত সুধা কর পান কবিতার নহরে।


.           আমি লন্ঠন হাতে থেকেছি প্রহরায়
রাতের আকাশে যদি হয় চেনা নক্ষত্রের আনাগোনা,
    আমায় দিয়ে ফাঁকি যদি তারে ঢেকে দেয় মেঘ
   নিঃস্ব প্রেমিক করবে সমাধি রচনা সকল বাসনা।


ঃ- ১৪/০৯/২০২১
চট্টগ্রাম।


(আজকের কবিতাটি শ্রদ্ধেয় কবি শাহনুর কে উৎসর্গিত করলাম)