কেউ ভালোবাসে সবুজ পাতা বৃক্ষলতা,
    খুঁজে দিনের আলোয় নির্জনতা।
ভালোবেসে ছিঁড়ে ফুল খোঁপায় গাঁথে,
    বলে কথা রাতে চাঁদের সাথে।
আমি ভালোবাসি সখি তোমার সনে
   তাই রাখি নয়ন তোমার নয়নে।


হারিয়ে পথ পথিক ভাবে হয়েছে ভুল
   বৃথা পণ্ডশ্রম সব হয়েছে ভন্ডুল।
ঝড়ে হারিয়ে দিক বসে ভাবে নাবিক
  জীবন বৃথা, নয় সুরেলা কাব্যিক।
শুধু আমি হারাই সুখে তোমার মাঝেই
   ইচ্ছে করেই ডুবি প্রেম সাগরেই।


১৮/০২/২০২১
ফেনি ষ্টেশন, বাংলাদেশ।