রাজা বললেন, "উজির...!"
ঃ বান্দা হাজির!
ঃ দান করো বন্যার্তে ইচ্ছে মতো মনটা ভরে
    তবে রেখো খেয়াল,
    যায় না যেনো খরচ হাজার টাকার ঘরে।
ঃ রাজা মশাই সে আর বলতে,
    সব কটা ছোট লোক
    পেটে না পরুক ভাত এমনি পারে চলতে।
ঃ ঠিক! ঠিক!
    যাও পূর্ব দিক,
    ধরে আনো ওদের ক'খানা শ্রমিক
    নিজ হাতে দিয়ে ত্রাণ
    বুঝাবো ওদের রাজা কতো মহান মানব প্রেমিক!
ঃ সঠিক একদম সঠিক।


কিছুদিন পর, রাজা যখন শুনলো তাঁরই দেশে
লক্ষ টাকা ত্রাণ দিয়েছে অচেনা এক নাবিক!
রাজা মশাই গেলেন রেগে
বললেন হেঁকে, "যাও হে উজির,ধরে আনো ব্যাটাকে!
খুঁজো হিসেব, এতো টাকা পায় সে কোথা থেকে!"
ঃজ্বি, হুজুর। দেখেছো ব্যাটা কতো বেয়াদব!,
    হুজুরকে দেয় টক্কর!
    জেলের ভাত খেতে হয়েছে স্বাধ শেখাব আদব।
    নিশ্চয়ই করেছে চুরি নাহয় দিয়েছে ট্যাক্স ফাঁকি
    এবার যাবে কোথা বাছাধন
    মোদের খুলিয়া গেছে আপনা আপনা আঁখি।
ঃ ঠিক বলেছো উজির,
    ব্যাটাকে না পেলে, ব্যাটার বউ বাচ্চা বাপ মা ভাই
    যখন যাকে পাও...আমার চাই-ই চাই,
    করো হাজির।
ঃ মহারাজ হুজুর ভাববেন না মোটে
    ধরে আনলাম বলে,
    ব্যাটা যেখানেই থাকুক এ তল্লাটে।


তারও কিছুদিন পর,
খুঁজে এনে ব্যাটাকে, রাজা দিলেন ফাঁসি,
অপরাধ তার ত্রাণ দেয়া নয়
হেসেছিলো কেনো বেকুবের মতো রাজার সঙ্গে হাসি।


২৭/০৬/২০২২
চট্টগ্রাম।