তোমাকে সুখী দেখেই
আমার বাড়ে ক্রোধ, চিত্তে হই আনচান,
তাই তোমাকে হারাতেই তোমার বাড়ির সামনেই
রাস্তার ধারে দিয়েছি পাঁচতলা ইট পাথরের দালান।
তোমার বাড়ির সামনে দিয়ে
নিত্য যখন হয় আমার আনাগোনা
তোমার তিনতলা ফ্লাটের ছোট্ট বারান্দায়
চোখ চলে যায় এমনিতেই হয়ে আনমনা।
পরক্ষণেই বারান্দায় ঐ শিউলি ফুলের বাঁকানো গাছ দেখেই
হিংসেয় আমার চোখ জ্বলে হয় মরুদ্দান,
তাইতো পাঁচ তলার ছাদেই দিয়েছি
বেলি, গন্ধরাজ আর কামিনি ফুলের পুরোটা বাগান।
তোমার বাহারি রঙের নিত্য নতুন শাড়ি
আমার কিন্তু চোখ এড়ায়নি,
তাইতো দিয়েছি চব্বিশ'শ স্কয়ার ফুটের বিশাল শাড়ির দোকান
পাশেই বসিয়েছি তাঁত আর কারো জন্যে, ভালো হয়নি?
আমাকে দেখে তোমার মুচকি হাসা
বুঝিনি বুঝি! আমি নই ঠসা।
তাই তো অফিসের সব কটা পিয়ন কে ডেকে করে দিয়েছি মানা
মুচকি হাসি চলবে না,
হাসতেই যদি হয়, হাসতে হবে অট্টহাসি
পুরস্কারে বাড়বে বেতন বোনাস কারো পদবি
নয়তো খাওয়াবো দুপুরের খাওয়া জবাই করে আস্ত খাসি।
প্রতি সপ্তাহের ছুটির দিন
সঙ্গীপতি আর তুমি যেখানে যাও চাইনিজ খেতে,
আমি তার সবগুলো টেবিল রিজার্ভ রেখে দেই আমার নামে
তোমার চিত্তে একটু খানি আগুন ধরাতে।
আমায় ছেড়ে ধরেছিলে অন্য হাত,
ভেবেছো, আমায় করবেই তুমি কুপোকাত।
ভেবেছিলে আমায় দেখিয়ে চড়বে তুমি
তোমার সাঁধের সস্তায় কেনা কোন প্রাইভেট কার,
তোমার কিন্তু চড়া হয়নি,
আমি কিন্তু নিয়েছি কিনি লাল ল্যাম্বারগার।
ঐ একটা জায়গায়ই তুমি হারিয়েছ আমায়
আমার হয়নি জেতা,
তুমি তো পেয়েছ কাউকে না কাউকে
আমার তো খোলা হয়নি বন্ধ হৃদয়ের লাল ফিতা।
০৯/১০/২০২০