মানুষ দেখবে বলে
গড়লে অট্টালিকা সুউচ্চ দালান,
বারো তলা ছাদে দাঁড়িয়ে
তুমি দেখলে পৃথিবীটা মস্ত বড়ো
তোমারই কেবল ছোট্ট বাগান।


ধর্ম-ই জীবন সুখের সোপান
তাই ধর্মতলায় দান প্রতিমা আসন,
এখন দেখি দাঁড়িয়ে সেথায়
তুমি রোজ দাও জ্বালাময়ী বক্তৃতা
তোমার লেজুড়বৃত্তি কানা ভাষণ!


জনগণ দেখলো তোমার উঠোনে
সারি সারি গোলাপ প্রশস্থ আঙিনা,
অজানাই থাকলো ক্যাকটাস বৃক্ষে
তোমার লক্ষ্য অনাহুত রোধ
কাঁটায় ঘেরা তোমার দেয়াল সীমানা।


০৪/০৯/২০২২
চট্টগ্রাম।