আকাশে উড়া সব ঘুড়িই কি মাটিতে ফেরে?
ঝড়ো হাওয়া অবহেলা আর দূর্বল বাঁধনে
কিছু তো সুতো ছিঁড়েও নেয় অন্তিম ছুটি!
তাই বলে কি চেনা আকাশটায়
আর কখনো উড়ে না কারো রঙিন ঘুড়ি?
সাদা আকাশটার কি আর জাগে না সাধ
মেঘেদের সাথে খেলতে লুটোপুটি?
দুঃখ কেনো হে বন্ধু; কেনো হও উচাটন?
দেখো, তোমার জং ধরা লাটাই সুতোয়
আবার পরবে টান,
আবার উড়বে সাধের ঘুড়ি তোমার স্বপ্ন
আমি নাহয় তোমার অতো বড় আকাশে
হারিয়ে যাওয়া একটা মাত্র ঘুড়িই ছিলাম।


২৫/০৮/২০২২
চট্টগ্রাম।