শুধু তোমাকে ভালোবাসি বলেই
ব্রাক্ষণ দূরে ঠেলে তাড়িয়ে
করেছি বিয়ে কায়স্থ,
তোমাকে খুশি করবো বলেই
ব্যাংক লোনে কেনা গাড়ি
হয়েছি ঋণ গ্রস্থ।
তোমাকে ভালোবাসি বলেই
ভালো না লাগলেও তিতে
করল্লাটা খাই সমস্ত,
তুমি পছন্দ করনা বলেই
রাত জাগা পাখি দশটায়
ঘুমাতে থাকি তটস্থ।
শুধু তুমি ভালোবাসো বলেই
জসিম উদদীনের পুরো নকশিকাঁথা
ঠোঁটেতে রেখেছি মুখস্থ,
শুধু তুমি চাওনা বলেই
সব কাজের কাজি সুন্দরী
সেক্রেটারি করেছি বরখাস্ত।
তোমার হাসিটা দেখবো বলেই
মাঘ মাসের বৃষ্টিতে ভিজে
হয়েছি তোমার দারস্থ,
তুমি সঙ্গ চেয়েছো বলেই
হেসে পদোন্নতিটা ফিরিয়ে দিয়ে
করেছি ছুটির দরখাস্ত।
শুধু তুমি চাও বলেই
রায়টা জেনেও বিচারকের আসনটা
তোমাতেই করেছি ন্যাস্ত,
তুমি খুশি হবে জেনেই
আনন্দিত চিত্তে ভালো থাকার
নাটকটা করছি মঞ্চস্থ।
শুধু তুমি চেয়েছো বলেই
বাজারের সবচেয়ে বড় ষাঁড়
জবাই করেছি আস্ত,
তোমাকে সুখী করতেই খেটেছি
গাধার মতো, এনেছি লাল
রেশমি শাড়ী মস্ত।
তোমাকে খুশি করতেই আমি
তোমার আকাশটা রঙে সাজাই
ফেলে আমার কাস্ত,
শুধু তুমি ফিরিয়োনা আমায়,
চোখ বুজে ঘুমিয়ে অধমে
দেখিয়োনা ভীষণ ব্যাস্ত।
০৫/১২/২০২০