পাড়ার মোড়ল সেও চিনে না
কোনটা তোমার বাড়ি,
কার ঘরে যাও আবার ফিরো
সুখ বাহনে চড়ি।


রাস্তা নাম্বার বাড়ির চৌকাঠ
কিচ্ছু দেয়নি বলে,
কোথায় গেলে মিলবে তারে
কোন পথেতে চলে।


জ্ঞানী শুধায়, এ পাড়ায় সব
মাটির ভাঙা বাড়ি,
"থাকবে কি সে ছিন্ন ছায়ায়
দালান কোঠা ছাড়ি?"


বোকা আমি হচ্ছি হয়রান
মিথ্যে খুঁজে তারে,
অর্ঘ বিনা কেউ আসে না
মাটির ভাঙা ঘরে।


বুজলাম পাহাড় নদী সাগর
খুঁজেও জনমভরে,
ভাগ্য বিনা তোমার দেখা
পায় না ভুবন 'পরে।


২৪/০৭/২০২৩
কোলকাতা, ভারত।