তুমি আমার বন্ধু হতে চাও?
পারো।
হতে পারবে, খুব হেয়ালি শান্ত স্নিগ্ধ বর্ষা ভেজা কদম?
শিশির ভেজা শিউলিও পারো হতে
খুব সকালে হলুদ গাঁদায় আঁচল ভরবে প্রীতম।
হতে চাও রক্তজবা রক্তকরবী?
তাও ভালো।
তুলে এনে বিকেল বেলায় খুব সাজাবো খোঁপা।
কাশফুল! শরৎ এর শুভ্র সাদা?
অপশন তো থাকলোই,
তুলতে গিয়ে তোমায় ইচ্ছে করে পায়ে মাখবো কাদা।
কাঠগোলাপে মন ভরাবে?
আমার কিন্তু খুব-ই প্রিয়ো দোদলচাঁপা!
তুমি গন্ধরাজ আর রজনীগন্ধাও হতে পারো
যখন তখন খুব পারবে মন রাঙাতে,
কৃষ্ণচূড়ার লাল কিংবা কনকচূড়ার হলুদ
লাগে কি আর অন্য কিছু মন ভুলাতে?
তুমি কাঁটায় ভরা পলাশ হয়ো
আমি হবো লাল দোপাটি তোমার চেনা হাসনাহেনা!
বেলি বকুল খুব ভালো বন্ধু আমার
চম্পা চামেলীও সাজে কানের দুল
তুমি আমার বন্ধু হতে চাও!
হয়ো কেবল টগর, গোলাপ, নীল পদ্ম অনেক অনেক
অনেক প্রিয়ো ফুল?
১৯/০৫/২০২২
চট্টগ্রাম।