তুমি বিশ্বাস করো না,
বিশ্বাস করো না আমায়।
আমি এক হাতে বাঁধি বাসা অন্য হাতে ভাঙি ঘর,
আমি পরকে করি আপন আপনকে করি পর।
আমাকে বিশ্বাস করো না,
আমার মায়াবী চোখ বলে তুমি স্বর্ন প্রসাদ
মন বলে তুমি কুয়োর নীচে জমে থাকা খাদ।
আমি ভালোবেসেই তোমার কপালে আঁকি চুম্বন,
আমি ইচ্ছে করেই তুমি ছাড়া সবার ভাঙি মন।
তুমি বিশ্বাস করো না,
বিশ্বাস করো না আমায়।
এই যে তোমাকে নিয়ে আমার দেখো অতি আগ্রহ
আমি বাঁকা চোখে দেখি তোমায় তোমার চোখে সন্দেহ।
আমি তোমার খালি চোখে সেজে থাকা সুদর্শন  আমির
আমিই তোমার ধ্বংসে পিছন দিয়ে খাল কেটে আনি ক্ষুধার্ত কুমির।
আমি তোমাকে দেখাতে তপ্ত মরুদ্দানে খালি পায়ে হাঁটি,
আমি মধুতে পানি দেয়া লোক আমি নই খাঁটি।
তুমি বিশ্বাস করো না,
বিশ্বাস করো না আমায় ইতিবৃত্ত।
আমি শান্তিতে নোবেল জয়ী পেয়েছি অস্কার,
অথচ শান্তির সাথে সম্পর্ক, করেছি তিরস্কার।
আমি লোক হাসাই তোমার সম্মুখে যখন যেখানে পাই,
পিছনে সব কেড়ে নিয়ে মৃত্যুতে ঠেলে দেয়া আমি জল্লাদ কসাই।
আমি তোমার সাথে মিষ্ট ভাষী সরল কোমলপ্রাণ,
আমি হাসতে হাসতে লোকেদের ফাঁসিতে ঝুলাই কবজ করি জান।
২৯/১১/২০২০