একাকীত্ব আর বিষন্নতা যখন
একটু একটু তৃপ্তি ভরে আমায় করে ভোজ,
আমি তখন দেয়ালে দেখি তোমার ছবি
আবার উঠি জেগে স্বপ্ন বুনি রোজ।


পথের মাঝে পথ হারিয়ে যে আমি
অন্ধকারে পথের খুঁজতাম আলোক শিখা
এই আমিই বুক পকেটে লুকিয়ে দেখে তোমার ছবি
এখন নতুন করে পাই বাঁচার স্পৃহা।


আরশোলা দেখে যে আমি
দৌড়ে যেতাম তোমার কাছে সব করতাম পর,
সেই আমি রাত্রি কাটাই সীমানাটা দেই পাহারা
একা একা ঐ দূর পাহাড়ের উপর।


যে আমি হাঁটতে গেলে কতো খেয়েছি হোঁচট
তোমায় ছাড়া দাঁড়াবো আমি!
এমন ছিলো না সাহস,
সেই আমি তোমাকে ছাড়াই বাঁচতে শিখেছি
পাথর হৃদয় দুঃখ পেয়ে আর হয় না বেহুশ।
১৪/০৩/২০২২
চট্টগ্রাম।