সেই কাক ডাকা ভোর থেকে আছি দাঁড়িয়ে
সব বাহারি রঙের গ্ল্যাডিওলাসে মুড়িয়ে
তোমার প্রিয় কালো গোলাপ যখন দিলাম তোমার হাতে ধরিয়ে,
তুমি আর কিছু না হোক হেসে বলতে তো পারতে,
"চলো বসি পার্কের ঐ পুরনো বেঞ্চটায় নতুন করে
হোক না পরিচয় আজ এক কাপ চা-য়ে অন্য রকম প্রভাতে।"
না হয় তোমার হতোই নষ্ট কিছুটা সময়,
কাটতো কয়েকটা মুহুর্ত বড়জোর সদ্য প্রসূত একটা প্রহর
হতোই নাহয় কথা কোন এক অনাকাংক্ষিত অনাহুতে!
এক চিলতে শুষ্ক হাসি হেসে বলতে তো পারতে
"ওহে প্রেমিক, তোমার নামটা কি?
কালো গোলাপ তুমি কোথায় পেলে?"
কিংবা
তোমার শরৎ শুভ্র আকাশে উড়িয়ে দিতে একটা ধবল বক রঙিন গাঙচিল
বুঝতাম গোমড়া মুখের আড়ালে তোমারও একটা নদী আছে
তার ভরা জলে শুনা যায় ছলাৎ ছলাৎ শব্দ,
একটু গহিনে গিয়ে পান করা যায় সুধা আকন্ঠ
জলের ঢেউ রাঙিয়ে দেয় মন যদি দেয়া যায় ঢিল।
বুঝতাম, কালো গোলাপ তোমার পছন্দ হলেও
সাদা বা রঙিন জিনিসটাও তোমার অপছন্দের নয়!
গল্পটা তো তখনও শুরু করতে পারতে?
ঘুড়ি উড়ানোর সুযোগও তো ছিল আমার মস্ত আকাশে!
কিন্তু! কিন্তু তুমি দিলে ধন্যবাদ!
যেন শুধু এই একটাই শব্দ আছে পৃথিবীতে!
যেন, ঐ একটাই পথ সব অনাহুত প্রেমিকে কৃতজ্ঞতা প্রকাশে।
১২/০২/২০২২.
ময়মনসিংহ।