তুমি কত করিয়া নিজের ভালো বিনষ্ট
দিয়াছো জলাঞ্জলী সুখ ছিলো যা সুমিষ্ট,
তুমি ফেলিয়া জল আঁখি দুই ছলছল
চাহিয়াছ,"প্রভু, তাঁর যেন নাহয় অনিষ্ট।"


সেই আমি কি করিয়া বুঝাই মিথ্যে শত
মিথ্যে মোর ভালো থাকা সুখ স্বপ্ন যতো
কি করিয়া বলি তুমি হীন সুখী পথে চলি
চাই না হতে যাত্রী কাটাইতে রাত্রি কতো।


তাই আমি হাসিয়া ভুলি আমার সকল দুঃখ
আড়ালে দাঁড়াইয়া মুছি জল ভরা দুই চক্ষু,
তুমি সম্মুখে দেখিয়া সুখ গাঁথা ভরাও বুক
দেখো না অনল ভিতরে জ্বলে শূন্য বক্ষ।


১৫/১০/২০২১
ময়মনসিংহ।