হে প্রভু, তুমি কি আমারে বাসিবে ভালো?
যে আমি করেছি সদা ভোগ তুচ্ছ দুনিয়া
করিনি স্বরণ খুঁজিনি তোমার দয়া,
যে আমি ছিলাম ঘোরে গভীর অন্ধকারে
ফেলিয়া তোমারে তোমার আলো!
হে প্রভু, তুমি কি আমারে বাসিবে ভালো?


আমি তো জাগিনি ভোরে তোমার স্মরে
নিদ্রা ভেঙে কভু আমি তো করিনি অযু
শুধু তোমার ডরে শীতল জলে!
পড়িনি তাহাজ্জুদ জাগাইনি বিবেক বোধ
ঝরেনি অশ্রুজল কোন ছলে!
হে প্রভু, তুমি কি আমারে বাসিবে ভালো?


আমার কত গেছে সময় দিনময় তুমি হীন
কত ডেকেছে মুয়াজ্জিন ঐ জায়নামাজে,
দেখিনি তোমার ছায়া চাওয়া হয়নি ক্ষমা,
আজ যদি অন্ধকারে তুলি হাত তব দুয়ারে
ভাসাই বুক অশ্রুজলে আসিবে আলো?
হে প্রভু, তুমি কি আমারে বাসিবে ভালো?


২৪/০১/২০২২
ময়মনসিংহ।