তুমি স্বপ্নে দেখো
আমার নাকি নতুন বাড়ি!
আর আমি নাকি ইচ্ছে করেই
তোমায় দিয়েছি সত্যিকারের আড়ি!


দূর বোকা মেয়ে
বাড়ি কোথায় পেলে?
আমিতো মেঝেতে আছি শুয়ে
কাঁথা মুড়ি দিয়ে শীতের সকালে।


তুমি ভয়ে থাকো
আমি ডুবি কোন সাগরে,
কোথায় কখন ভেঙে পরে ডাল
আমার কচি মাথা আর উঁচু ঘাড়ে।


দূর বোকা তুমি
আমি তো জানি সাঁতার,
ভয় নেই যাবো না তলিয়ে, রেখেছি
মাথায় শক্ত ছাতা আর হাতে ভোঁতা কুঠার।


তুমি ভাঙো ঘুম
ভয় আর মিথ্যে স্বপনে,
জানালা খুলে দেখো চেয়ে
চলেছি পথ আঁকছি ছবি কার ভূবনে!


তুমি ভারি বোকা
স্বপ্ন দেখায় ভয় দেয় ধোকা,
আমার ঘাড়েতে আছে কটা মাথা
সেই কবে তোমার সাথেই হয়েছে কথা পাকা।
৩০/১২/২০২০