উত্তাল সাগর দিতে পাড়ি,
তুমি যে যাও সঙ্গী হও, চেনো তার মাঝি?
মাঝ সাগরে ফুরোয় যদি জাহাজের তেল
যদি হয় ফুটো,
পাবে তুমি সাগরের মাঝে খুড় খুটো?
আছে কি জানা মাঝির
অসীম সমুদ্রে উঁচু-নিচু সেই পথটা চেনা?
নাকি পাবে পার আছে তোমার অঢেল বিশ্বাস?
আকাশে উড়ে; তুমি যে বেড়াও ঘুরে
চিনো তার পাইলট?
মাঝ আকাশে ইঞ্জিন, হঠাৎ যদি না থাকে সচল?
পাখা গুলি পাখা মেলে যদি ভাঙে যদি হয় বিকল!
যদি লেগে আগুন ফুঁসে ওঠে দ্বিগুন
জং ধরা বিমানের ট্যাঙ্কে;
যদি পাইলট করে ভুল দিক মাপার অঙ্কে?
তবুও তোমার অন্ধ বিশ্বাস,
তুমি যাবে গন্তব্যে পৌঁছাবে ঠিকঠাক?
তাহলে যে মালিক তোমায় করে সৃষ্টি
চালায় গোটা পৃথিবী রাখে বেঁধে নিয়মে আঁটসাঁট,
না দেখেই তাঁরে, যায় না কি মানা?
যায় না-কি চলা তাঁর দেখানো পথে?
না দেখে না চিনে তুমি তো করোই বিশ্বাস।


১৪/০৮/২০২২
চট্টগ্রাম।