আমি যখন মুগ্ধ হয়ে
আমায় খুঁজি, তোমার চোখের চন্দ্র তাঁরায়,
তুমি তখন চেষ্টা করো
বুঝাতে মেঘ, ঝড়বে বৃষ্টি অঝোর ধারায়।


আমি যখন চক্ষু বুঁজে
গন্ধ শুকি তোমার, তোমার কালো চুলে,
তুমি তখন মুচকি হাসো
আমায় শেখাও বিদ্যে, গন্ধ থাকে ফুলে।


আমি যখন স্পর্শ খুঁজি
তোমায় দেখবো ছুঁয়ে, তোমার ফর্সা গাল,
তুমি তখন ইচ্ছে করে,
হাতে ধরিয়ে ফুল, কৌশলে এড়াও জঞ্জাল।


তবু দেখি কাঁদলে আমি
মুছিয়ে দাও অশ্রুজল, স্বাক্ষী সেই রুমাল,
দূরে গেলে হও পেরেশান
কোথায় গিয়ে কখন, ছিঁড়বো তোমার জাল।


০৩/১২/২০২১.
চট্টগ্রাম।