তোমরা ভাবো যত্তো বড়ো
আমি ততো টা নই,
হাত-পা আমার লম্বা ঠিকই
সে গায়ে গতরেই।


পথের ধারে বাড়ি গড়েও
পাই না নাগাল গাড়ি,
চাঁদ টা ধরার কতো চেষ্টা
পাইনি লম্বা দড়ি।


এই যে দেখো গায়ে জড়ান
নতুন কালো কোর্তা,
এ তো লেবাস! ফাঁকা কলসি!
বোবা ভোঁতা সরতা।


আর যে দেখো হম্বিতম্বি!
নেতার সাথে ছবি,
কাঁচা কঞ্চি! বড়াল বাঁশের
চিকন লম্বা ডাল-ই।


আসল লোকে খাচ্ছে পোলাও
আমার জুটে খই,
তোমরা ভাবো যত্তো বড়ো
আমি ততো টা নই।


০৩/০২/২০২৩
ময়মনসিংহ।