শনিবারের শেষ বিদায়ে যখন দেখলাম চেয়ে,
ঠোঁট কোনে তোর চাঁদের হাসি নামে জোছনা ধেয়ে!
আমি ভাবি যাবার বেলায় এমনি কি কেউ হাসে?
ভয়টা জাগে অপারে তোর রইবে টা কে পাশে!


মন মাঝে তোর যাবার ত্বরা আসবি না আর ফিরে,
জানতো কে বাপ সেই সে হাসি রহস্য রয় মোড়ে!
আমরা ভাবি তুই কেনো বাপ যাবি বাপের আগে?
বয়স বেশি পাপও বেশি আমার নিজের ভাগে!


বাপের কাঁধে ছেলের লাশটা কত্তো ভারী বোঝা,
বুঝতি যদি চাইতি ফিরতে খোদার কাছে সোজা।
তুই যেমন বাপ দিতি আযান ডাকতি ফজর ভোরে,
আল্লাহ বোধহয় তোকেও নিলো ডাকলো নিজের ঘরে।


০৯/১২/২০২৩
ময়মনসিংহ।


(আমাদের মসজিদের প্রয়াত মুয়াজ্জিন সাহেব কে নিয়ে লেখা- বাবার অনুভুতি।)