কতোই না উত্তম হবে প্রতিদান!
যারা সৎকর্মশীল নিভৃতে পড়ে কোরআন,
যারা নামাজ প্রতিষ্ঠা করে যাকাত দেয়
আর আল্লাহকে দেয় ঋণ উত্তম ঋণ!
যদিও তা হয় সর্ষে বিন্দু, তার-ও ক্ষুদ্র দানার সমান।
আমাদের জন্যে যা কিছু কল্যাণকর
আমরা যা পাঠাই, তিনি তা সঞ্চিত রাখেন
তাঁরা সত্যি-ই ভাগ্যবান!
কতোই না উত্তম হবে সেদিন এর প্রতিদান।


ভয় তো তাদের, যারা অমান্য করে আল্লাহর আদেশ
ভুলে যায় রসূলের সুন্নত দেখানো পথ
পায় না ভয় সেই দিন কে,
যেদিন তিনি জমিনকে দেবেন উল্টে, বদলাবেন গতিপথ।
আর যারা আল্লাহ সাথে শরিক করে, করে কুফর
তারাও পাবে প্রতিদান, তবে সেটা ভয়ানক,
আল্লাহর আছে শেকল জলন্ত আগুন আর তাতে হবে তারা প্রজ্বলক।
২৬/০৪/২০২২
চট্টগ্রাম।