.      ধুত্তেরি, সকালটা আজ ঠিক সকাল ঠেকছে না।
               শীতের এই ঠান্ডা সকালে কাঁথা কম্বলে
                    তোমাকে পেয়েও পাওয়া হচ্ছে না।


             তুমি কখন থেকে ব্যস্ত ফেলছো না নেত্র,
        কারণ ছাড়া অকারণে খাটে, তুমি থাকছো না
     যদিও তোমার আকাশে পাখি, আমিই একমাত্র।


                 আমি চাইছি উঞ্চতা তুমি ঢালছো চা,
         আমি চাইছি আলিঙ্গন তুমি শীতল হাওয়া, চায়ে চিনি যতোই ঢালো এখন স্বাদে ঠেকবে  করমচা।


কাঁথামোড়া শীতে আলসেমিতে উঠতে আমি পারিনা
       তুমি আদরে ডেকে তুলো আমি খুঁজছি বাহানা,
         এতো ডাকি ইশারায় তবুও তুমি বুঝছো না।


এই শীতে, অবুঝ তুমি গায়ে জড়িয়েছো নীল শাড়ি!
           বলি তোমার কি আর নেই ভয় সর্ধি জ্বরে?
              ভালোবাসো বলেই এখন দিচ্ছো আড়ি?


ওগো প্রিয়ে, আজ নাহয় ভূলেই গেলে প্রাতঃ আহার
           না হয় হলোই আজ একটু অসময় অনাচার    
     তাই বলে কি রাখবে দূরে ভালোবাসার পাহাড়?


                                                    
  ১২/০২/২০২১.
চট্টগ্রাম, বাংলাদেশ।