হাতের মাঝে ভাতের লোকমা
আর উঠে না মুখে,
এই যে চাহি একটু তো খাই
"বাঁচাও লাগে দুখে।"


তবুও কথা হাত শুনে না
মন টা কে না বকে,
নিজের চোখ-ই অশ্রু সজল
করবে শাসন কাকে?


খেতে গেলেই ছেলের মুখটা
আপনি আপনি ভাসে,
বাপ যে আমার খায় না এখন
আগের মতো হেসে।


ক্ষিধে রেখে ছেলের পেটে
বাপের পেট কি ভরে?
যতোই থাকুক কোর্মা পোলাও
মনটা তো চায় তোরে।


১২/১১/২০২৩
সিলেট।