ঘুম টা যদি ভাঙতো আমার
কাল সকালে ছেলের ফোনে,
বলতো "বাবা, জলদি আসো
খেলবো ক্রিকেট এমন দিনে।


ছাদ বাগানের একটা কোনে
দেয়াল ঘষে স্ট্যাম্প এঁকেছি,
খেলবো বলে পয়সা দিয়ে
মা'কে লুকায় বল কিনেছি।


কান টা ধরে দিব্যি কাটছি
আউট হলে মানবো এবার,
সারা মনি বল টা ফেললেও
তারে ধরে বকবো না আর।"


এমন ফোন টা সত্যি এলে
আমি বোধহয় কেঁদেই দিতাম,
সেজদা দিয়ে ব্যাগটা ঘুছায়
তোর-ই পানে দৌড়ে যেতাম।


০৮/১১/২০২৩
চট্টগ্রাম।