দলকানা এক আহাম্মক লোক
ভালোবাসে দল,
দলের মাঝেই খুঁজে বাঁচার
অর্থ বিত্ত ছল।


মায়ের হাসি কোল নাকি তার
চায় না পেতে মন,
বাপের কাঁধও বড্ড চিকন
ঝাপসা দেখে ক্ষণ!


তাই সে যখন ত্যাজ্য পুত্র
চাপটা দেয় বাপ,
যায় সে ভুলে শিকড়সমেত
হয় না অনুতাপ!


আসে না বুঝ হৃদয়ের খুঁজ
জন্ম দাতার ধুল,
জান্নাত তার অর্থ বিত্তে
লয় সে কাগজ ফুল।


২৪/০৫/২০২৩
চট্টগ্রাম।


পটুয়াখালীর এক বাবা, ছেলেকে রাজনীতি না করতে বারণ করে ছিলো। হয়তো তাঁর অভিজ্ঞতা বা জ্ঞান সুখকর নয়। হয়তো ছেলের সুখটাই বাবা বেশি চেয়েছেন। ছেলে শুনেনি। ছেলে ভালোবাসে রাজনীতি। তাই বাবা ছেলেকে ত্যাজ্য পুত্র ঘোষণা করেন। অনেকেই বলতে পারেন, ব্যাপারটা বাড়াবাড়ি । আমি সেদিকে যাবো না। কিন্তু বাবা ত্যাজ্য ঘোষণার পরও যখন ছেলের অনুশোচনা হয় না। তখন সেটা আমাকে ভাবায়।