চোর কে আমি চোর-ই বলি
এমন সাহস নাই,
বিদ্যা বুদ্ধি জলাঞ্জলি
বিবেক গুলে খাই।


রাতের বেলা সূর্য খুঁজি
দিনের বেলা চাঁদ,
আইনে বা়ধা মুখের বুলিয়
চোখের বালি বাঁধ।


দুধের মাছি বন্ধুরা সব
দিনেতে দেয় ঘুম,
ভয়-টা নাকি রৌদ্রে পুড়ার
ছেলে ধরার ধুম।


১২/০১/২০২৪ইং
চট্টগ্রাম।