আমি কে ভাই দুঃখ দেয়ার?
জলে ডুবে মরার ভয়ে
পায়ের তলের ঘাস মাড়িয়ে যে যায় না তীর
বর্ষা রাতে ব্যাঙের ডাকে কাঁথা মুড়ে
খাটেই যে বীর রয় ঘুমিয়ে
তার-ই কাছে সুখী হওয়ার জপছো মন্ত্র?
করছো তুমি ভীড়!
সন্ধ্যাতাঁরা রোজ আকাশে একাই হাসে
আধার ঠেলে শিশির ধুয়ে
সূর্য ভায়াও হেঁটেই উঠে পুব আকাশে
তাও যদি তোর গভীর রাতে আমার কাঁধে ভর টা রেখে
একলা কাঁদার ইচ্ছে জেগে,
বাদ দিস সাধ স্বপ্ন ভোগে
আমি কিন্তু
ঝাপসা চোখে চশমা গলে কম-ই দেখি
ভয়ও আছে গর্তে পড়ে
ভেস্তে যাওয়ার ইচ্ছে তোমার ধূলিসাৎ এ।


০৯/১০/২০২৩
চট্টগ্রাম।