ভোটের আগে ভুট্টো মশাই
দিচ্ছে যখন ভোটের ভাষণ, 
মনে মনে ছকটা কষে
কথার যেনো না হয় দূষণ।


মাছ ব্যবসায়ী হঠাৎ নেতা
বললে কথা ভুল বুঝো না,
জিতলে ভোটে মোটা চালটা
গরীব ছাড়া কেউ পাবে না।


ইলিশ বোয়াল কোরাল মাছে
বড়ো লোক তো খাচ্ছে গ্রাসে,
দেখবো ওরা পাঙাস মাছে
নজর টা দেয় কোন সাহসে?


শার্ট প্যান্ট তো বড়োলোকের
নাই-বা হলো বাড়ি গাড়ি,
নিশ্চিত থাকো এনে দিবো
মোটা কাপড় যাকাত শাড়ি।


মাথার উপর ছাদ না থাকুক
চেয়ো না আর অট্টালিকা,
রিলিফের ঐ টিন না পেলে
দিবো লিখে আকাশ দু'খা।


১০/০৬/২০২৩
ময়মনসিংহ।