ভোটের আগে ভুট্টো মশাই
দিচ্ছে যখন ভোটের ভাষণ,
পা চাটা তার কুকুর খানাই
কষছে হিসেব ব্যস্ত ভীষণ।


জেতার পরে কখন কারে
ক'খান দিবে অর্ধচন্দ্র,
হিসেব লেখা কাঁঠাল ভাঙার
কার-বা করবে নিদ্রা ভঙ্গ।


কারে কখন কোন ধারাতে
পুরবে জেলে রাখবে বগল,
কার বাড়ীর ঐ জায়গা জমি
কোন ছলেতে করবে দখল।


কার বাগানের ফুলের মধু
কখন খাবে করবে যাদু,
কার পিছুতে বাঁশটা দিতে
খুঁড়বে কবর দেখায় সাধু।


এই সমাজে এমন অনেক
আছে মানব নেতার চ্যালা,
পরের কাঁধে বন্দুক রেখে
করে শিকার মারে ঠ্যালা।


১০/০৬/২০২৩
ময়মনসিংহ