চায়ের দামেই চা দোকানে
বিক্রি হচ্ছে বিবেক,
আর যদি পায় পান সিগারেট
দিচ্ছে ঢেলে আবেগ।


সুর করে গায় বাবার কীর্তি
দান করা তার ছাতি,
এক কালে যে চড়তো ঘোড়া
পুষতো বন্য হাতি।


তাঁর যে ছেলে এই সুবেদার
আছে সুদের কারবার,
এক চোখা সে পকেট পুরে
করে দেন-দরবার।


ভোটের আগে চা পেয়ে তাঁর
ঢাকছি দোষের কর্ম,
ফ্রী পেয়ে বোধ বেচছি আবেগ
ভুলছি নিজের ধর্ম।


০৭/১২/২০২৩
ঢাকা।