ভোটের মাঠে খেলা এখন
জমে হয়েছে ক্ষীর,
জ্ঞানী গুণী সুশীল সমাজ
চলতে বলেছে ধীর।


কে শুনে কার মুখের কথা
বিদ্যা ভরা বাণী,
উল্টো চলে কথার মিছিল
শক্তি প্রদর্শনী।


বাহুর জোরে অস্রের মুখে
সবাই সাজে বীর,
কৌশলে কেউ নিজেই নাচে
ভয় টা ধরায় পীর।


বন্ধু বেশী পরদেশি ভাই
দিচ্ছে থেমে ধমক,
শোনা কথা ভোটের মাঠে
আসছে নাকি চমক!


আর যারা সব আম জনতা
দেখছে খেলা হেসে,
ভোট যদি হয় রাতের বেলা
ফল টা পাবে শেষে।


১৬/১১/২০২৩
টঙ্গী, গাজীপুর।