আজি রাতে পূর্ণিমা চাঁদ ছিল আকাশে
সমস্ত জ্যোৎস্নাগুলো তোমায় দিলাম
কোনো অশুভ কালো ছায়াতে
দত্তক জ্যোৎস্না যেন না হয় ফ্যাকাসে
তারা নক্ষত্রও ছিল আকাশে অগণন
গুনে গুনে উজ্জ্বল তারাগুলো তোমায় দিলাম
আলোকিত পুলকিত করবে শুভক্ষণ
কোনো অশুভ শক্তির কালো হাত যেন
বিশ্রীত বিষাদিত না করে আত্মহণন
এর চেয়ে বেশি কিছু চাও যদি তাও দিবো
ক্ষণে ক্ষণে মরবো জনম নিবো বারবার
আত্মাহুতি দিবো আজীবন আমরণ !