মেঘের ভাজে ভাজে ওই নীল আকাশে
শীতের আগমনী সুর মৃদু হিমেল বাতাসে
পড়ন্ত বেলায় হৈমন্তীর উড়ন্ত খোলা চুল
শিউলি ফুলের গহনায় গা বিজুরী বরণ দুল
কোন আরাধনায় কার দৈব্য বাণীর সুর
মানস দেবীর অর্চনা নাকি মেঘ গুড়গুড়
উদ্দেশ্যহীন মেঘেরা ছুটে কোন নীড়িক বন্দনা
কোন মনের মনচর্চায় হৈমন্তীর গোপন কান্না
কি কথা বলে কানে কানে প্রকৃতির দূরন্তপনা
ধানক্ষেতের মৌ মৌ ঘ্রাণ নবান্ন বারতা
নাকি সবুজ হৃদয়ের সোনালী আলপনা
মেঠো পথ কাশবন নাকি ডাহুকের ছানা
উদাসী কবি নাকি কবির উদাসীনতা
মহালয়া বিজয়া দশমী দেবী বিসর্জন
নাকি হেমন্তের মুখরিত উৎসব বারতা
আজো সন্ধ্যা নামে হৈমন্তীর এলো চুল এলিয়ে
আধখানা চাঁদ ওই আকাশে আলোর ছটা হারিয়ে
আধো আসবে কী চাঁদের কিরণ এলো চুল সরিয়ে
প্রণয়মূর্তি ষোড়শী প্রেয়সী সুহাসিনী হৈমন্তী
লাজরাঙা কারুকাজ বসন্তের ফূলেল বাসন্তী
চুমিবে কী আলিঙ্গনে আবীররাঙা অবয়ব
গাহিবে কী গান সেই হারানো সুর ভৈরব।