আমি সৃষ্টিসেরা দিগ্বীজয়ী মহামানব
সুন্দর সৃষ্টির আধার আমি, বধি হিংস্র দানব
এ পৃথিবীর সকল কৌশল আমার নখদর্পণে
আমি কেনো কাঁপিব সামান্য জ্বরের কাঁপনে
জ্বরের সাথে হাত মিলালো কে, কোন সে মহাশক্তি
আজীবন সে তো আমারই সাথে ছিল কত করলাম প্রেমভক্তি
যা খেতে চাইলো তাই খাওয়ালাম, যা পড়তে চাইলো তাই দিলাম
যেখানে যেতে চাইলো, সেখানেই গেল, সকল চাহিদা মিটালাম
তবে কেনো ক্ষণিকের তরে আমার অবাধ্য হলো-
আমার শক্তি-মজ্জা ক্ষণিক জ্বরের হাতে তুলে দিলো
স্বজন-প্রিয়জন, কাঁথা-কম্বলেও থামে না কাঁপন
জলপট্টি, জল ঝাপটা আরো কত না করে যতন
বুঝি সায়েন্স প্রয়োজন খেতে হবে এখনি জ্বরের বড়ি
জ্বর থেমে গেলেও খেয়ে সায়েন্সের এক বড়ি
আমার হৃদপিন্ডে বসে প্রভু দেখাও জ্বরের বাহাদুরি
জ্বর কেনো ক্যানসার দাও, তবুও তোমায় আমি যাবো না ছাড়ি
তুমি কেনো ক্ষণে ক্ষণে আমায় যাও ছাড়ি!