বিশ্ব এখন জলবায়ূ পরিবর্তন
পরিস্থিতির নতুন যুগে
মানব কর্মকান্ড, শিল্পায়ন
প্রকৃতির ভারসাম্য পাল্টে দিল ভোগে
গ্রীনহাউজ শিল্পবিপ্লব করছি
অতিমাত্রায় যে যার আগে
ঝড় জলোচ্ছাস ভূমিকম্পে বেঁচে আছি
এ প্রজন্ম কোনোরকম রোগে-শোকে
আগামী প্রজন্মের ভয়াবহ আগামী
বেঁচে থাকার মাথাপিছু
অক্সিজেন পাবে না ভাগে
বায়ূমন্ডলে গড়মাত্রা কার্বনডাই অক্সা্ইড
প্রতি দশ লাখে চার’শ কণা
শিল্পায়নের আগামী বিশ্বে
আরো বাড়বে কতো তা জানো না?
এসো এখন থেকেই সৃষ্টি করি প্রশান্তির পরিশুদ্ধ বিশ্ব
যে যার অবস্থানে থেকে সৎ কর্ম দিয়ে হয়ে যাই নি:স্ব।