কোনো সরোবরে হও যদি নীলোৎপল!
পদ্মপুকুরে পদ্মপাতায় আমি নীল জল
কচুরিপানা হও যদি বিলের স্যাঁত স্যাঁতে মালঞ্চে
ঘেচু ফুলের রেণু আমি শিকড় লতানো হেলেঞ্চে
বটের ছায়ায়, শীতল মায়া গ্রীষ্মের তপ্ত দুপুরে
ঝরা পাতার ঝুম ঝুম আমি নর্তকী নূপুরে
অরক্ষিত ঝাড়-জঙ্গলে হও যদি বেতুন ফল
আমি তবে সাদা ধুতুরা, পড়ে স্বর্ণলতার মল
কন্টকময় আঁকড়ে জড়িয়ে থাকা ঝিউরী লতার দল
শ্যাওলা ঢাকা পুরনো শানবাঁধা ঘাটে, একটু অবসরে
জোছনামাখা চাঁদ হবো তোমার আকাশ সরোবরে
যদি বলো কোনো সন্ধ্যায়
আলো ঝলমল আধুনিক হাতির ঝিল
আমি তবে নব কিশোরী,
চঞ্চল উচ্ছল হাসি খিলখিল
হিমালয়, তাজিংডং হও যদি সবুজে অনাবিল
রূপালী নদীর কলতান আমি উড়ন্ত গাংচিল!