সৌন্দর্যে বৈচিত্রে প্রকৃতির রমণীয় মোহনীয় রুপ
পালা বদলের শেষে আসে বর্ণিল বসন্ত অপরুপ
শীতের ধূসর বিবর্ণতা মুছে বসন্ত নব-নবীন
কিশলয় প্রাণ হিল্লোল কল্লোল উচ্ছাসিত যৌবন
কৃষ্ণচূড়া বাঁধাচূড়া অশোক পলাশ শিমুলের সঞ্চারী
ভ্রমরের কানে কি জানি কি বলে আমের মঞ্জুরী
সঙ্গী কামনায় জোরালো কণ্ঠে কোকিলের কুহুতান
উদাসী কবির ব্যাকুল প্রাণে বন ফুলের সুঘ্রাণ  
বৈশাখ থেকে শুরু বাংলার ঋতু উৎসব পার্বণ
মথুরার বাঁশি জোনাকীর ঝিকিমিকি রঙ্গীন ফাগুন
উড়াল সেতুর দুই পাশে পাতাবাহার রোপণ
না হোক বৃক্ষ মহীরুহ, হবে তো সৌন্দর্য বর্ধন
সবুজপাতার হোক সমারোহ না হোক বনায়ন
কার্বন দূষণ শোষণ হবে, পাবো তো অক্সিজেন
পল্লীর মেঠোপথ সুধাগন্ধ পাবে কি শহুরে জনগণ?
তবুও সারা বাংলাদেশ আমার বাংলাদেশ
অপরুপে, অপরুপা প্রকৃতির নিকেতন
পরিবেশ বাঁচলে, বাঁচবে জীবন
বিশ্বায়নের বিশ্বে এখন বাস্তব শ্লোগান
বাসযোগ্য গ্রহ বাঁচাবো, বাঁচবে সকল প্রাণ
এসো এই অঙ্গীকারে করি ফুলেল বসন্তবরণ ।