রাত এক,রাত দুই আর রাত তিন
রাস্তার একপাশে ফাঁকা ডাষ্টবিন
গান করে গুনগুন ঝিঁঝিঁ দের দল​;
ঐ ধারে কুয়োতলা নিখাদ,অতল।


দূরে জ্জ্বলে হ্যালোজেন,একচোখা আলো-
বাঁশঝাড়ে ছোপ ধরা আঁধারের কালো।
এরই মাঝে কিছু চোখ নেভে আর জ্বলে,
ফিসফিস ফাসফাস কারা কথা বলে।


চাপা স্বরে কথা বলে বাদুড়ের ডানা-
কালো পেঁচা খুঁজে মরে ব্যাঙের ঠিকানা,
কার্নিশে শুয়ে থাকা বিড়ালের চোখ্
অনায়াসে ধরে ফেলে ইঁদুরের নখ।


খসখস কী যেন নড়ে আর চ​ড়ে,
মনে হ​য়,কুল বনে সাপে ব্যাঙ ধরে;
এই দিকে মাঠখানা কুয়াশায়ে ঢাকা
ঐ দিকে ভাঙ্গাবাড়ি প​ড়ে আছে ফাঁকা।


খচখচ কোথা যেন নড়ে তরু পাতা,
জানালায় কালো মতো ওটা কার মাথা!!
হিম রাতে ভ​য়াল হাওয়া ফেলছে ড্রপসিন্-
রাত এক,রাত দুই আর রাত তিন।।


রচনাকালঃ ৩১/১০/০৯


সৌজন্যেঃসম্পূর্ণা