বহুদূর থেকে হেঁটে গেছি বহুদূরে
পথের দুপাশে ছড়িয়েছি গভীরতা
দিনমান গেছে দিনযাপনের সুরে
মনে জমে থাকে রাত্রির ব্যকুলতা।


হাত ছুঁয়ে গেছে বৃষ্টি ক​য়েকফোঁটা
শরীর ছুঁয়েছে বাতাসেরা যাযাবর
সাঁঝের আকাশে মেঘেদের ঘনঘটা
জোছনার মাঝে বেঁধেছি সুখের ঘর।


পশ্চিমেতে আঙুল ছুঁয়েছে মেঘ-
পুবের জানালা মেলেছে রৌদ্রডানা
উত্তরে জমা হৃদয়ের গতিবেগ
দখিনা বাতাসে লেখা আছে ঠিকানা।


কে জানে কি লেখা মনের বাতায়নে!
দরজার কাছে মনকেমনের ঢেউ,
অনেক কথাই বলেছি কানে কানে-
মনের কথা বলতে পারিনি কেউ।


দুজন মানুষ; চার দেওয়ালের ঘর
ছজনার এই সুখের সংসারে-
ভালোলাগাটুকু পড়ে থাকে অগোচর
ভালবাসা এসে কেবলই কড়া নাড়ে।


বহুদূর থেকে হেঁটে গেছি বহুদূরে
পথের দুপাশে ছড়িয়েছি গভীরতা
মেঘ করেছে মনের জানালা জুড়ে
নতুন করে লিখব মনের কথা।।