মাছের চোখের মত চাঁদ ঝুলে আছে সশরীর ব্যার্থতায়,
আমার শৈশবস্মৃতি , রেলের শব্দে কাশবন আর আকাশের মাঝে ...
একটুখানি কল্পনা |


ক্ষমা হবে না, আমার ক্ষতবিক্ষত চেতনায় ক্ষমা বলে কিছু নেই |
বড়জোর একটা স্যাম্পল লাগিয়ে ঘোরা যায় |
আমি বদ্ধ উন্মাদ অথবা মদ্যপ...
তবু ক্ষমা করা আমার পোষাবে না |


আমি চেতনা,স্মৃতি, ভুল,বিশ্বাস,ভালোবাসা, প্রেম সবকিছু বিদীর্ন করে দেব...
আমার চিত্কার রক্তাক্ত করে দেবে পৃথিবী...
মাটির বুক চিরে যদি আসে নবজন্ম,
তবে ফাসিকাষ্ঠে দাঁড়িয়ে বলে যাব,
"আমাগো দ্যাশ মরে নাই |"