এখনও অনেক ইতিহাস লেখা বাকি,
অনল ছন্দে অনেকটা পথ- মোহবিষ আচ্ছন্ন করে দেয় সবিশেষ |


জানিনা,শুনিনা আমি কিছু-
কারাগার জুড়ে তোমার রিক্ততা আমার রক্তে মিশে যায় অবিরাম |
জানি তুমি শুন্যতা ভালোবাস-
ব্যাথিত জীবন সপ্তসুরের মাতাল রোদনে সুখী...


আকাশের গান শুনেছ কি তুমি ?
আকাঙ্ক্ষা যেখানে ধ্রুবতারার অলীক গল্প... খসে যায় তারা
আর আমাদের এক একটি অন্ধকার |


শুষে নিতে দাও , মরে যেতে দাও
মৃত্যু এখানে অমৃতসম |
জানালায় একটা পাখি বসেছিল
সন্তর্পনে যে তোমার ব্যথায় কাতর রোদন শুনেছিল-
উড়ে যেতে দাও,
খসে যাওয়া তারার মত অন্ধকারে ডুবে যেও না |
বেঁচে ওঠো আরো একবার অবিরাম...
সুবর্ণস্নান |