ফাগুন আসে ফাগুন যায়
পোড়া ঘরের খবর
কেবা রাখে হায়


ফাগুন তলে আগুন জ্বলে
পোড়া মনের ছাই
কেবা চেপে রাখে হায়


ফাগুন এলে আশার চরে
সুহাসিনীর হাসির ছলে
কেবা নীড় বাধে হায়


আবার যদি ফাগুন আসে হায়
জোনাকির পায়েল পরাবো
তোমার রাঙা পায়